বিএনপির বর্তমান সঙ্কট অবস্থা থেকে উত্তরণের জন্য জরুরী অবস্থা প্রয়োজন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর ফার্মগেটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচীর শেষ দিনে এই মন্তব্য করেন তিনি। গত বুধবার রাজধানীর ধানমণ্ডি লেক পাড়ে এই কর্মসূচীর শুরু হয়েছিল।

শুক্রবার বিকেলে ধানমন্ডির ল্যাব এইডে ডেঙ্গুতে আক্রান্ত কয়েকজন রোগীকে দেখতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ডেঙ্গু নিয়ে সরকারকে ‘রাজনীতি’ না করে পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণার দাবি জানিয়েছিলেন। ওই দাবির প্রেক্ষিতে ওবায়দুল কাদের শনিবার বলেন, দেশের অবস্থার জন্য নয়, বরং তাদের বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য জরুরী অবস্থা জারির প্রয়োজন।

Share.

Comments are closed.

Exit mobile version