আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

সোমবার (৫ আগস্ট) সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, অন্যান্য যে কোনো সময়ের চেয়ে জনগণ এখন অনেক বেশি সচেতন। তাদের সচেতনতাকে কাজে লাগিয়ে এডিস মশা নিয়ন্ত্রণে কাজ করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাও রয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য মাঠ পর্যায়ে কাজ করার কোনো বিকল্প নাই। যেসব কর্মকর্তা ডেঙ্গু নিয়ন্ত্রণে বেশি অবদান রাখবে, সরকার তাদের পুরস্কৃত করবে।

সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সচিব মো: আবুল কালাম আজাদ।

Share.

Comments are closed.

Exit mobile version