অ্যাক্সিওসের খবরে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ঘূর্ণিঝড়ের হুমকির বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি বুঝতে পারছি। কিন্তু কেন আমরা পারমাণবিক বোমা নিক্ষেপ করছি না? আফ্রিকা উপকূলে ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়। তারা আটলান্টিক পাড়ি দেয়। এটাকে চূর্ণ-বিচূর্ণ করতে ঘূর্ণিঝড়ের চোখের ভেতরে আমরা একটা বোমা ফেলতে পারি। কেন আমরা তা করতে পারি না।’

বৈঠকে উপস্থিত একটি অজ্ঞাত সূত্রকে উদ্ধৃত করে অ্যাক্সিওস জানায়, কর্মকর্তারা ট্রাম্পের এই প্রস্তাবে জানান তারা বিষয়টি ভেবে দেখবেন।

রবিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এই খবরের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। বলা হয়েছে, প্রেসিডেন্ট ব্যক্তিগত আলোচনায় জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে কী আলোচনা করেছেন বা করেননি সে বিষয়ে আমরা মন্তব্য করি না।

সোমবার ফ্রান্সে জি-সেভেন সম্মেলনে ট্রাম্প এই বিষয়ে মন্তব্য করেছেন। তিনি টুইটে বলেছেন, অ্যাক্সিওসের খবর হাস্যকর। আমি কখনো এমনটা বলিনি। শুধু আরেকটি ফেক নিউজ।

তবে অ্যাক্সিওসের খবরে বলা হয়েছে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠকেও একই বিষয় তুলেছেন ট্রাম্প। ২০১৭ সালে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের মেমোতে পারমাণবিক শব্দযুগল ব্যবহার করা হয়েছে।

ট্রাম্পের এই পরামর্শের প্রতি সমর্থন জানিয়েছে এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, তার লক্ষ্য খারাপ না। তিনি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে ঘূর্ণিঝড়ের ভয়াবহ আঘাত ঠেকানোর চিন্তা করছেন। তার উদ্দেশ্য খারাপ না।

তবে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসকি অ্যাডমিনিস্ট্রেশন ট্রাম্পের এই পরামর্শের বিষয়ে বলেছে, বলার অপেক্ষা রাখে না, এটা কোনও ভালো ধারণা নয়।

Share.

Comments are closed.

Exit mobile version