কাশ্মিরে বিরোধীমতকে দমন করতে পাশবিকতা চলছে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি। বুধবার কলকাতায় এক সমাবেশে মমতা বলেন, কাশ্মিরে কী হচ্ছে? সরকার বিরোধীমতকে দমন করতে পাশবিকতার পন্থা অবলম্বন করেছে।

গত ৫ আগস্ট কাশ্মিরের স্বায়ত্বশাসন বাতিল করে ভারত সরকার। এরপর থেকে অঞ্চলটিকে অবরুদ্ধে করে রাখা হয়েছে। কারফিউ জারি করে জনজীবন স্তব্ধ করে দেয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে কাশ্মিরের বিরোধীদলীয় সব শীর্ষ নেতাকে। এছাড়া প্রচুর সংখ্যক সমাজকর্মী, তরুণদেরও গ্রেফতারা করা হয়েছে বিক্ষোভ এড়াতে।

একই সাথে নরেন্দ্র মোদি সরকারকে অভিযুক্ত করে মমত বলেন, সরকার সব রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ‘জি হুজুর’ টাইপের লোক বসিয়েছে। তিনি বলেন, সব প্রতিষ্ঠানে অবসর প্রাপ্ত লোকদের প্রধান করা হয়েছে, যাদের কোন জবাবদিহীতা নেই। তারা শুধু সরকারের আদেশ পালন করছে।

মমতা বলেন, কেন্দ্রীয় সরকার হয় বিরোধীদের হুমকি দিচ্ছে নয় তো তাদের টাকার বিনিময়ে কিনে নিচ্ছে। আমরা পশ্চিমবঙ্গবাসী শুরু থেকেই এর বিরুদ্ধে স্বোচ্চার। ইন্ডিয়ান এক্সপ্রেস

Share.

Comments are closed.

Exit mobile version