এবছর এখন পর্যন্ত ব্রাজিলে প্রায় ৮০ হাজার আগুনের ঘটনা শনাক্ত হয়েছে। এর অর্ধেকেরও বেশি আগুনের ঘটনা ঘটেছে অ্যামাজন বনাঞ্চলে। তবে শনিবারও দেশটির উগ্র ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারো দাবি করেছেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সোমবার ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী ফার্নান্দো আজেভেদো সিলভা সাংবাদিকদের বলেছেন, ‘পরিস্থিতি কোনও সোজাসাপ্টা পথে নেই কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে আর ইতিমধ্যে সুন্দরভাবে ঠান্ডা হয়ে আসছে’। তবে আগুনের সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও আসেনি বলে মনে করেন দেশটির অরণ্যবিনাশ পর্যবেক্ষণকারী গ্রুপ ম্যাপবায়োমাস-এর সমন্বয়ক তাসো আজেভেদো।

আজেভেদো তার নিবন্ধে বলেন, জুলাই এবং আগস্টে যখন সরকারি পর্যবেক্ষণ ব্যবস্থা বড় ধরনের আগুনের ঘটনা শনাক্ত করে তখন যেসব এলাকায় আগুন লেগেছে সেসব এলাকা এখনও পুরোপুরি জ্বলে ওঠেনি। ব্রাজিলের মহাকাশ পর্যবেক্ষণ সংস্থা আইএনপিই এর তথ্য অনুযায়ী আগস্টের প্রথম ২৬ দিনে আগুনে ব্রাজিলের অ্যামাজনের এক হাজার ১১৪ দশমিট ৮ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে। পরিবেশবিদ তাসো আজেভেদো লিখেছেন, এখন যা দেখা যাচ্ছে তা সত্যিকার সংকট আর তা ট্রাজেডি হয়ে উঠতে পারে।

প্রকাশিত নিবন্ধে আজেভেদো সতর্ক করেন, এখনই যদি এই আগুন থামানো না হয় তাহলে দৃশ্যমান আগুন তা আরও ব্যাপক হয়ে উঠতে পারে। এজন্য আদিবাসী অঞ্চল ও সংরিক্ষত এলাকায় অরণ্য বিনাশের বিরুদ্ধে বড় ধরণের অভিযান এবং শুষ্ক মওসুম শেষ হওয়ার আগ পর্যন্ত বা অক্টোবরের শেষ পর্যন্ত অ্যামাজনে ইচ্ছাকৃতদ আগুন লাগানো নিষিদ্ধ করতে তড়িৎ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

Share.

Comments are closed.

Exit mobile version