ব্যর্থ হয়েছে ভারতের চন্দ্র অভিযান। চাঁদের পৃষ্ঠ ছোঁয়ার কিছু আগে চন্দ্রযান-২ এর সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় কন্ট্রোল রুমের। আর এই ঘটনা নিয়ে ভারতকে খোঁচাতে ছাড়েননি পাকিস্তানের এক মন্ত্রী।
পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেইন এই ঘটনা নিয়ে টুইটারে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন। তিনি ভারতকে ব্যঙ্গ করে লিখেছেন, ‘অঅঅ… যে কাজটা পারো না, সেটা করারই দরকার নেই। প্রিয় ‘এন্ডিয়া’। ইন্ডিয়ার বানান বদলে ‘এন্ডিয়া’ লিখে ভারতের মিশন শেষ (এন্ড) হয়ে গেছে এমনটাই বোঝাতে চেয়েছেন।
এই পোস্টের পর ভারতের অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী এই পাক মন্ত্রীকে পাল্টা খোঁচাতে শুরু করে। এক ভারতীয় কটাক্ষের সুরে লিখেছেন, ‘মজার বিষয় হলো, চন্দ্রযান-২ ফাওয়াদ হুসেইনকে সারারাত জাগিয়ে রেখেছিল।’
এরপর আরেক পোস্টে ফাওয়াদ হুসেন বলেন, ‘ভারতীয়দের প্রতিক্রিয়া দেখে আশ্চর্য হচ্ছি। তারা আমাকে এমনভাবে আক্রমণ করছে যেন আমার কারণেই তাদের চন্দ্রাভিযান ব্যর্থ হয়েছে। আমি বলেছিলাম অকারণে ৯০০ কোটি টাকা নষ্ট করতে? এবার মাথা ঠাণ্ডা করে ঘুমিয়ে পড়ুন।’