দেশে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখার জন্য আওয়ামী লীগ সরকার শক্তিশালী বিরোধী দল চায় বলে শুক্রবার মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘সরকার বিএনপিকে শক্তিশালী বিরোধী দল হিসেবে দেখতে চায়। কিন্তু দলটির প্রতিহিংসার রাজনীতির কারণে মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।’

সরকার দেশ থেকে বিরোধী দলগুলোকে নির্মূলের চেষ্টা করছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছেন সে বিষয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘আমি তাকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করার অনুরোধ জানাই। বিএনপি শুরু থেকেই প্রতিহিংসার রাজনীতি করছে।’

প্রতিহিংসার রাজনীতির কারণে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করেন এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গ্রেনেড হামলার শিকার হয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা গণতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকতে চাই।’

যারা রাজনীতির নামে মানুষ পুড়িয়ে মারার নির্দেশ দিয়েছিলেন তাদের বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সারাহ বেগম কবরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সূত্র : ইউএনবি

Share.

Comments are closed.

Exit mobile version