উত্তাল বৃটিশ রাজনীতির মধ্যে বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে এগারটায় পার্লামেন্ট অধিবেশন আহ্বান করেছেন হাউজ অব কমন্সের স্পিকার জন বারকাউ। তিনি বলেছেন, এ অধিবেশনে নির্ধারিত প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব থাকবে না। কারণ, প্রশ্নোত্তর পর্বের জন্য আগে থেকে নোটিফিকেশন প্রয়োজন হয়। গতকাল মঙ্গলবার ঐতিহাসিক রায়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের ৫ সপ্তাহের জন্য পার্লামেন্ট স্থগিত করার সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করে রায় দেন বৃটিশ সুপ্রিম কোর্টের বিচারকরা। এরপর যেন সেখানে ঝড় বয়ে যাচ্ছে। পদত্যাগ দাবি উঠেছে বরিস জনসনের। বিভিন্ন দলীয় নেতা ও এমপিরা অবিলম্বে পার্লামেন্ট অধিবেশন শুরু করার আহ্বান জানান। এরই মধ্যে স্পিকার জন বারকাউ অধিবেশন শুরুর ঘোষণা দেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়ের ফলে সরকারের জবাবদিহিতা চাওয়ার জন্য এমপিদের সামনে সুযোগ এসেছে।

এই বিভাগের সর্বাধিক পঠিত
Share.

Comments are closed.

Exit mobile version