মুদ্রাপাচার মামলার সাজাপ্রাপ্ত গিয়াস উদ্দিন আল মামুনের মা মারা যাওয়ায় প্যারোলে তার মুক্তির আবেদন করা হয়েছে। আজ বুধবার ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর তার পক্ষে আবেদনটি করেন তার ভাই জালাল উদ্দিন রুমি।

আজ ভোর পাঁচটার দিকে রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান গিয়াসউদ্দিন আল মামুনের মা হালিমা খাতুন (৯৩)। তাকে শেষ দেখা, জানাজা ও দাফনে উপস্থিত থাকার জন্য এ আবেদন করা হয়েছে।

রুমীর করা প্যারোলের আবেদনে বলা হয়েছে, তাদের মায়ের বয়স হয়েছিল ৯৩ বছর। বাধর্ক্যজনিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন।

মামুনকে প্যারেলে মুক্তি দেয়া হলে সেই অনুযায়ী হালিমা খাতুনের জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন মামুনের আরেক ভাই বিএনপির সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম।

ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালের ৩১শে জানুয়ারি গ্রেপ্তার হন। তখন থেকেই তিনি কারাগারে আছেন।

অর্থ পাচার মামলায় তাকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১২ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, অর্থপাচার, কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে আরও অন্তত: ২০টি মামলা রয়েছে।

Share.

Comments are closed.

Exit mobile version