পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কাশ্মীরের জনগণের জীবনমান উন্নত করার প্রতিশ্রুতি পূরণেরও আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের এক ফাঁকে এই দু’নেতার বৈঠক হয়। হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে ভারতের অনলাইন নিউজ ১৮।

এতে আরো বলা হয়, এ বছর মে মাসে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন মোদি। তার পর থেকে ট্রাম্পের সঙ্গে এটি তার চতুর্থ বৈঠক। সর্বশেষ সাক্ষাতের পরে বিভিন্ন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, যখন প্রধানমন্ত্রী মোদি ও ইমরান খান একে অন্যকে বুঝতে পারবেন, আমি আশা করি তখন তারা একত্রিত হবেন। তারা কথা বলবেন। আমি মনে করি, ওই বৈঠক থেকে প্রচুর ভাল জিনিস বেরিয়ে আসবে। কাশ্মীর নিয়ে তারা যদি কাজ করতে চান তাহলে এটা হবে অনেক বড় কিছু।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প এমন প্রতিক্রিয়া দেয়ার আগের দিন তিনি সাক্ষাত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে। সেখানে তিনি আবারও উভয় পক্ষ রাজি থাকলে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। তবে ভারত মনে করে কাশ্মীর হলো দ্বিপক্ষীয় বিষয়। এখানে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা নেই। ভারত তার নিয়ন্ত্রণে থাকা জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করেছে। এতে ইমরান খান বা পাকিস্তানের মাথাব্যথা হওয়ার কথা নয়। তবু কেন তারা এ নিয়ে মাথা ঘামাচ্ছেনÑ এমন প্রশ্ন অনেকের। তবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ ভারতীয় শীর্ষ স্থানীয় বেশ কয়েকজন নেতার বক্তব্যের মধ্যেই রয়েছে এ প্রশ্নের উত্তর। তারা বলেছেন, পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা আজাদ কাশ্মীরও ভারতের অংশ। তারা একদিন তাও তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেবেন। সম্ভবত বিষয়টি আগেভাগেই ঠাহর করতে পেরেছিলেন ইমরান খান ও তার সরকার। তাই তারা এ নিয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংগঠনগুলোর কাছে দৌড়াচ্ছেন। আহ্বান জানাচ্ছেন, কাশ্মীর সমস্যা সমাধানে এগিয়ে আসার জন্য।

Share.

Comments are closed.

Exit mobile version