ময়মনসিংহে অস্ত্রসহ খালেদ সাইফুল (২৫) নামে এক ছাত্রলীগকর্মীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)। মঙ্গলবার রাতে র‌্যাব-১৪ এর মেজর শিবলী সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। শহরের আকুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

শিবলী সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে আকুয়া ডন মোড় এলাকার আজিজ ভিলায় অভিযান চালানো হয়। এ সময় বিদেশি পিস্তলসহ ওই যুবককে আটক করা হয়।

আটক যুবকের বিরুদ্ধে ময়মনসিংহের  কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Share.

Comments are closed.

Exit mobile version