ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সহায়তা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার এমন কথাই বলেছেন ইমরান খান। তিনি বলেন, মধ্যস্থতার অংশ হিসেবে তিনি ইতিমধ্যে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে কথাও বলেছেন।

১৪ সেপ্টেম্বর সৌদি আরবের তেল শোধনাগার স্থাপনায় হামলার ঘটনায় ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র। সেই ঘটনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই ঘটনার জেরে সৌদিতে সেনা পাঠানোরও ঘোষণা দিয়েছে পেন্টাগন।

এর মধ্যে গত সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পরদিন জাতিসংঘে সাংবাদিকদের ইমরান খান বলেন, ‘ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরপরই আমি প্রেসিডেন্ট রুহানির সঙ্গে কথা বলেছি। আমি চেষ্টা করছি, মধ্যস্থতা করছি, এর বেশি কিছু আমি এখন বলতে পারছি না।

Share.

Comments are closed.

Exit mobile version