যুবলীগ নেতা সম্রাট কেন গ্রেপ্তার হচ্ছে না? তাকে ছাড় দেয়া হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘আমরা কাউকে ছাড় দেবো না। যাকেই গ্রেফতার করব উপযুক্ত প্রমাণ নিয়েই গ্রেফতার করব। তাই ব্যক্তি বিশেষ কোনো বিষয় নয়। ব্যক্তি যেই হোক অপরাধ করলে ছাড় দেয়া হবে না।’

তাহলে সম্রাটের বিরুদ্ধে এখনো কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি? জবাবে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন, ‘অপেক্ষা করুন।’

প্রধানমন্ত্রীর পরবর্তী নির্দেশনার বিষয়ে কাদের বলেন, ‘পরবর্তী কি হবে উনি (প্রধানমন্ত্রী) নিউইয়র্কে বলেছেন। অভিযান আরো জোরদার হবে এ ব্যাপারে তিনি স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন। এটা যে কথার কথা নয়, বা লোক দেখানো নয়, সেটি তিনি স্পষ্ট বলেছেন। সেটি নিয়ে সংশয় নেই, অভিযান চলবে। যারা অপকর্মে জড়িত, তারা অনেকেই গোয়েন্দা নজরদারিতে রয়েছেন।’

দুর্নীতি ও অপকর্মে জড়িতদের তালিকা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কতজন ঠিক এ রকম তালিকা নেই। ঢাকাসহ সারাদেশে এ অভিযান চলবে। প্রতিদিনই কেউ না কেউ গ্রেফতার হচ্ছে। অনেকেই নজরদারিতে আছে, তবে তালিকা হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকতে পারে।’

শুধু আওয়ামী লীগ নয়, অতীতে যারা দুর্নীতি করে টাকার মালিক হয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে জানিয়ে কাদের বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দুর্নীতির অভিযোগে কাউকে শাস্তি দেয়নি। সেটি শেখ হাসিনা করে দেখিয়েছেন। আমরা সৎ সাহস দেখিয়েছি বলেই নিজ দলে যেই অপরাধী হোক তার বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছি। দলের বাইরের কেউ ছাড় পাবে না।

মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব চাওয়া নিয়ে বিএনপি নেতা মওদুদের বক্তব্য প্রসঙ্গে কাদের বলেন, ‘মওদুদ সাহেব আগে নিজের হিসাবটা জাতির কাছে দিক। তার বাড়ি গেল কেন? ১/১১ সময় ৮০টি চেক ভাঙানো নিয়ে অভিযোগ রয়েছে। সে তথ্যও আমরা জানি।’

তিনি আরও বলেন, ‘আমরা মন্ত্রী-এমপিরা প্রতিবছর প্রধানমন্ত্রীর কাছে আমাদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করি। আমার কত সম্পদ, আমি কত টাকা কর দেই সেটার হিসাব আপনারা জানেন। এখানে আমার আয়-ব্যয়ের ব্যবধানে অসুবিধা থাকলে আপনারা তুলে ধরুন।’

সাংবাদিকদের উদ্দেশে কাদের আরো বলেন, ‘কোন মন্ত্রী-এমপি অন্যায় করে, আয়ের চেয়ে ব্যয় বেশি হলে, কর ফাঁকি দিলে সেটা আপনারা তুলে ধরতে পারেন। আপনারা সত্য তুলে ধরুন।’

Share.

Comments are closed.

Exit mobile version