রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচন প্রতিযোগিতামূলক হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আজ সোমবার তিন দিনের সফরে রংপুর পৌঁছে দুপুরে এরশাদের পল্লীনিবাসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ‘আওয়ামী লীগ আমাদের জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদকে সমর্থন দিয়েছে। এখানকার সবাই জানে, জাতীয় পার্টি জিতবে। নৌকা-লাঙ্গল এক থাকায় সাধারণ ভোটারদের আগ্রহ ছিল না। এ কারণে প্রতিযোগিতামূলক নির্বাচন হয়নি।’

রংপুরকে জাতীয় পার্টির দুর্গ উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘রংপুর লাঙ্গলের ঘাঁটি। এখানকার মানুষের সমর্থন সব সময় জাতীয় পার্টির প্রতি ছিল, যা এবারের নির্বাচনেও প্রমাণিত হয়েছে। যদিও নির্বাচনে আগ্রহ কম থাকায় ভোটার উপস্থিতি কম হয়েছে, আমাদের কর্মী–সমর্থকেরা তো ভোট দিয়েছে।’

সরকারের চলমান দুর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করেছি। আমরা মহাজোটে নির্বাচন করার সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি থাকবে। আমরা সরকারকে সহযোগিতা করব।’

এ সময় সাদ এরশাদের পক্ষে না থেকে দলের যেসব নেতা নির্বাচনে বিরোধিতা করেছেন, তাঁদের ব্যাপারে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান জি এম কাদের।

এদিকে নবনির্বাচিত সাংসদ এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদ বলেন, ‘আমি রংপুরের সবাইকে নিয়ে কাজ করব। দলের চেয়ারম্যান, বিরোধীদলীয় নেতা, প্রধানমন্ত্রীসহ সবার সঙ্গে কথা বলে রংপুরকে এগিয়ে নিতে চাই। আমার আব্বার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই।’

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের আজ সকালে রংপুরে তিন দিনের সফরে এসে পল্লীনিবাসে গেলে সাদ এরশাদ তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

এ সময় রংপুর জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Share.

Comments are closed.

Exit mobile version