বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিনের আটকের খবর পাওয়া গেছে। আজ দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে আটক করা হয় বলে মানবজমিনকে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মেজর হাফিজকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তিনি সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অবিলম্বে তার মুক্তি দাবি করছি। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, বিমান বন্দর থেকে হাফিজ উদ্দিন আহমেদকে আটক করে র্যাব  । পরে তার নামে পল্লবী থানা ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়।

মামলা নং ৪২। এই মামলায় তাকে আটক দেখানো হয়েছে। মেজর হাফিজের স্ত্রী দিলারা হাফিজ মানবজমিনকে বলেন, আজ দুপুরে বিমান বন্দর থেকে তাকে আটক করা হয়েছে। শুনতেছি পুলিশ তাকে আটক করেছে। তবে কারা আটক করেছে এ বিষয়ে আমি কিছুই জানি না। মেজর হাফিজের নামে কোন গ্রেপ্তারি পরোয়ানা আছে কিনা জানতে চাইলে মিসেস হাফিজ বলেন, উনার নামেতো অনেক মামলা রয়েছে। সবগুলোই সময় মতো আদালতে হাজিরা দিচ্ছেন। আগামীকালও একটা মামলার হাজিরা রয়েছে। এক সপ্তাহ আগে মেজর হাফিজ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বলে জানান তার স্ত্রী।

Share.

Comments are closed.

Exit mobile version