পাকিস্তানে বড় ধরনের হামলার কথা জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতের সেনাবাহিনীর উদ্ধৃতি দয়ে দেশটির কয়েকটি মিডিয়ার খবরে বলা হয়েছে, পাকিস্তানের হামলায় তাদের দুই সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর তারা এই হামলা চালিয়েছে।
কাশ্মিরের কুপওয়ারার তাঙঘর সেক্টরে এ ঘটনা ঘটে বলে টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি জানিয়েছে।
খবরে বলা হয়, পাকিস্তানি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে। গত সপ্তাহে পাকিস্তানি হামলায় দুই সৈন্য নিহত হয়েছে বলেও দাবি করা হয়। এছাড়া এক বেসমাকি নাগরিকও নিহত হয় বলে দাবি করা হয়। এছাড়া কয়েকজন আহতও হয়।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা কঠিন হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। কুপওয়া ছাড়াও কাঠুয়া সীমান্তেও গোলা বিনিময় চলছে বলে জানানো হয়েছে।
ভারতীয় সেনাবাহিনী সূত্র জানায়, গত সপ্তাহে বরামুল্লাহ ও রাজৈর সমিান্তে পাকিস্তানি বাহিনী গোলাবর্ষণ করে।
সেনা সূত্রের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, পাকিস্তান অব্যাহতভাবে বেসামরিক নাগরিকদের টার্গেট করে যচ্ছে।