ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। আজ রোববার বেলা সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ হামলা চালায় ছাত্রলীগ।

ছাত্রদল নেতারা জানান, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন শেষে মধুর ক্যান্টিনে দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় টিএসসি এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের উপর ধাওয়া দেয়া মুক্তিযোদ্ধা মঞ্চের নেতারা। পরে তাদের সঙ্গে যোগ দেয় ছাত্রলীগ।

এ হামলায় আহত হন ছাত্রদলের মামুন খান, শাহজাহান  শাওন, তারেক হাসান মামুন, নাইম হাসানসহ দশজন ছাত্রদলের নেতাকর্মী আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

Share.

Comments are closed.

Exit mobile version