ভোলার বোরহান উদ্দিনে পুলিশ-জনতা সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মুসল্লিরা। এ সময় তারা হত্যাকারীর বিচার দাবিতে স্লোগান দেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আল্লাহ্ করিম মসজিদ ও মসজিদ সংলগ্ন সড়কে এই অবরোধ ও বিক্ষোভ শুরু হয়।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এএসআই বাদল জানান, বিক্ষোভে তারা ইন্টারন্যাশনাল  সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেসের (ইসকন) কার্যক্রম বন্ধের দাবি তোলেন। এছাড়া ‘রসুল (স.)-এর জন্য উৎসর্গ করা রক্ত বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব বর্মণ গণমাধ্যমকে বলেন, ভোলার ঘটনায় নিহতের বিচারের দাবিতে সকাল থেকে তারা আল্লাহ্ করিম মসজিদের সামনে জড়ো হতে থাকেন। সেখানে মাইকের ব্যবস্থা করে তারা বক্তৃতা দেন। বক্তৃতা শেষে তারা সবাই টাউনহলের সড়কে   নেমে মিছিল করেন। মিছিলের পর সড়কে বসেই বক্তৃতা দেন। তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে।

মুসল্লিদের বিক্ষোভের কারণে প্রায় ঘণ্টাখানেক সময় টাউনহল সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

এতে মোহাম্মদপুরের বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়।

Share.

Comments are closed.

Exit mobile version