ভারতের ‘অবৈধ’ভাবে কাশ্মীর দখলের বিরুদ্ধে বিশ্বজুড়ে পাকিস্তানিরা ও কাশ্মীরের জনগণ কালোদিবস পালন করছেন। পাকিস্তানের অভিযোগ, ১৯৪৭ সালের ২৭ শে অক্টোবর অবৈধভাবে কাশ্মীর দখল করে ভারত। তাদের এই দখলদারিত্ব প্রত্যাখ্যান করে পাকিস্তান। এই বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে রোববার নিয়ন্ত্রণ রেখার উভয় পাশে এই কর্মসূচি পালিত হচ্ছে। রেডিও পাকিস্তানকে উদ্ধৃত করে অনলাইন ডন বলছে, দখলীকৃত কাশ্মীর অচল করে দিয়ে এই কালোদিবস পালিত হচ্ছে। ওদিকে গত ৫ই আগস্ট কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে ভারত। এর পর থেকেই ওই অঞ্চলজুড়ে হতাশা, ক্ষোভ ও আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে। কাশ্মীরে মোবাইল ফোন সেবায় কিছু কল ও টেক্সট ম্যাসেজ পুনঃপ্রতিষ্ঠা করা হলেও অচলাবস্থা অব্যাহত রয়েছে ৮০ দিনের বেশি।

এ উপলক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, অন্য বছরের চেয়ে এবারের কাশ্মীর কালোদিবস ভিন্নতর। তিনি বলেন, ১৯৪৭ সালের ২৭ শে অক্টোবর বেআইনিভাবে জম্মু ও কাশ্মীর দখল করে ভারত। আর এবার ৫ই আগস্ট তাই করে। তারা একতরফাভাবে বিতর্কিত ওই ভূখ-ের বিষয়ে পদক্ষেপ নিয়েছে, যা এ অঞ্চলের জনসংখ্যাতত্ত্ব ও পরিচয়কে পাল্টে দেবে।
ইমরান খান আরো বলেন, অতিরিক্ত সেনা মোতায়েন করে এবং মিডিয়া ও যোগাযোগ ব্যবস্থার ওপর অনাকাঙ্খিতভাবে বিধিনিষেধ দিয়ে কাশ্মীরকে এই গ্রহের সবচেয়ে বড় জেলখানা বানিয়ে ফেলা হয়েছে। সেখান থেকে অবিলম্বে কারফিউ এবং ওইসব বিধিনিষেধ প্রত্যাহার দাবি করেন ইমরান। ওদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি বলেছেন, ভারতের দখলদার বাহিনী বর্ণনার অযোগ্য অপরাধ চালিয়ে যাচ্ছে কাশ্মীরের জনগণ, বিশেষ করে নারী ও শিশুদের বিরুদ্ধে। এক্ষেত্রে তাদেরকে পুরোপুরি দায়মুক্তি দেয়া হচ্ছে।

Share.

Comments are closed.

Exit mobile version