বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  তার নাম এসএম মাহমুদ সেতু। তিনি বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪তম ব্যাচের ছাত্র।

রোববার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিএসসি পাস করার পর সেতু একটি ওষুধ কোম্পানিতে চাকরিও নিয়েছেন। ডিএমপির উপ কমিশনার মাসুদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আবরার হত্যাকাণ্ডে তার বাবা যে মামলা করেছেন, তাতে আসামির তালিকায় সেতুর নাম নেই। তবে গ্রেপ্তার হওয়া অন্য আসামিদের জিজ্ঞাসাবাদে আবরারকে নির্যাতনে সেতুর জড়িত থাকার তথ্য  পেয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মাসুদুর।

এ নিয়ে আবরার হত্যাকাণ্ডের মামলায় মোট ২১ জনকে গ্রেপ্তার করা হল। তার মধ্যে ৮ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যাদের সবাই বুয়েট ছাত্রলীগের  নেতাকর্মী।

গত ৬ই অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্যাতনে মারা যান তড়িৎ কৌশলের ছাত্র আবরার।।

Share.

Comments are closed.

Exit mobile version