চীনের সাথে সম্পর্ক কখনো খারাপ হবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের নতুন পরিকল্পনামন্ত্রী আসাদ উমর।

তিনি বলেন, চায়না পাকিস্তান ইকনোমিক করিডোর (সিপিইসি) থেকে কেবল চীন লাভবান হবে এমনটা বিশ্বাস করে না পাকিস্তান।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ এশিয়াবিষয়ক দায়িত্বশীল অ্যালিস ওয়েলস বলেন, সিপিইসি পাকিস্তানের ওপর ঋণের বোঝা বাড়াবে। এটা সহায়তা নয়, বরং বিনিয়োগ। এ সম্পর্কে কথা বলতে গিয়েই পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

আসাদ উমর বলেন, অ্যালিস বলেছেন, সিপিইসি সহায়তা নয়, বিনিয়োগ। এটা ঠিক। এতে একটি ছোট অঙ্কের অনুদানের কথা রয়েছে। তবে এটি মৌলিকভাবে একটি বিনিয়োগ। করাচিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পাকিস্তান সবসময় স্বীকার করেছে, এটি সহায়তা নয় এবং সবসময় বলে এসেছে, এই কর্মসূচির প্রাথমিক ব্যবস্থা পেছনে ফেলতে চায় তারা। ডন।

Share.

Comments are closed.

Exit mobile version