গাজীপুরে চোর সন্দেহে এক যুবককে দল বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাত আড়াইটার দিকে টঙ্গীর এরশাদ নগরে এ ঘটনা ঘটে। নিহত সেলিম (৩৭) স্থানীয় এরশাদ নগরের আবুল কাসেমের ছেলে।

টঙ্গী (পূর্ব) থানার ওসি মো. কামাল হোসেন জানান, শনিবার রাত আড়াইটার দিকে এরশাদ নগর ৫ নম্বর ব্লকের আবদুর রহিমের বাসার এক জানালার গ্রিল কাটার শব্দ পেয়ে বাড়ির লোকজন জেগে ওঠে।

এ সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে ধাওয়া করে সেলিমকে ধরে পিটুনি দেয় এলাকাবাসী বলে জানান তিনি।

গুরুতর আহত অবস্থায় পুলিশ সেলিমকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলেন তিনি। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share.

Comments are closed.

Exit mobile version