রাজাকার-আলবদর ও আল শামসের তালিকা করতে ৬০ কোটি টাকা খরচ করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ প্রকাশিত হচ্ছে। এই খরচের বিষয়টিকে মিথ্যা আখ্যায়িত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, এর স্বপক্ষে প্রমাণ দিতে হবে। না দিতে পারলে ক্ষমা চাইতে হবে, নতুবা তিনি মানহানীর মামলা করবেন। আজ সকালে একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে মুক্তিযুদ্ধমন্ত্রী এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ৬০ কোটি টাকা তো নয়-ই, ৬০ পয়সাও খরচ হয়নি। যারা বলছেন তাদের প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে না পারলে তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন, না হয় তাদের বিরুদ্ধে মানহানি মামলা করা হবে। ৬০ কোটির জায়গায় ৬০ পয়সাও খরচ হয়নি।

উল্লেখ্য, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানি বাহিনীকে নানাভাবে সহায়তা করেছে, সেসব রাজাকার আলবদর ও আলশামসের তালিকা ১৫ই ডিসেম্বর প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

এই তালিকায় ১০ হাজার ৭৮৯ রাজাকারের নামের প্রথম তালিকা প্রকাশ করা হয়।

Share.

Comments are closed.

Exit mobile version