জাতীয় পার্টির (জাপা) নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জি এম কাদের। একইসঙ্গে দলের মহাসচিব নির্বাচিত হয়েছেন মসিউর রহমান রাঙ্গা। আর রওশন এরশাদকে পার্টির প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে। তারা আগামী তিন বছরের জন্য এ দায়িত্ব পেয়েছেন।
শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জাতীয় পার্টির কাউন্সিলে তারা এসব পদে নির্বাচিত হন। কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সিরাজুল ইসলাম তাদের নাম প্রস্তাব করলে উপস্থিত কাউন্সিলর ও ডেলিগেট এতে অনুমোদন দেন।
এর আগে সকাল ১০টায় কাউন্সিলের উদ্বোধন করেন পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর এটিই প্রথম কাউন্সিল। হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে পার্টির নতুন কমিটিতে তার সহধর্মিণী রওশন এরশাদকে পার্টির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রাখার সিদ্ধান্ত হলেও তিনি কাউন্সিলে অসেননি।।

Share.

Comments are closed.

Exit mobile version