রাজধানীর মিরপুরের কালশীতে বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা এসব তথ্য দিয়েছেন।

আগুনে বস্তির বেশির ভাগ ঘর পুড়ে গেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। হতাহতের খবরও নিশ্চিত হওয়া যায়নি এখন পর্যন্ত।

এর আগে মিরপুরের কালশীতে বাউনিয়া বস্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে আগুন লাগে। শুরুতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে পর্যায়ক্রমে মোট ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা যায়,  গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে তীব্র শীতে কাতর কালশীর বাউনিয়া বাঁধ এলাকার বস্তির বাসিন্দারা যখন গীভর ঘুমে, মধ্যরাতের আকস্মিক আগুন লাগে বস্তিতে। তাড়াহুড়ো করে হাতের কাছে যা ছিল তাই নিয়ে বেরিয়ে পড়েন তারা। ভয়াবহ আগুনে পুড়ে যায় বস্তির দুই শতাধিক ঘর। মধ্যরাতেই সব হারিয়ে বস্তির ছয় শতাধিক বাসিন্দা আশ্রয় নেন খোলা আকাশের নিচে।

কালশী বাউনিয়া বাঁধ এলাকার বস্তিতে আগুন লাগে মূলত রাত সোয়ার ১২টার পরপরই। ফায়ার সার্ভিস সদর দফতরের তথ্য মতে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরো পাঠানো হয় ছয়টি ইউনিট। রাত সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে যাওয়া বস্তিটির দুই শতাধিক ঘরের ছয় শতাধিক বাসিন্দা আশ্রয় নিয়েছে বস্তির বাইরে সড়কে খোলা আকাশের নিচে।

Share.

Comments are closed.

Exit mobile version