শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানি শাহাদাৎবরণ করেন। ওই হামলায় জেনারেল সোলাইমানির সঙ্গে ইরাকের জনপ্রিয় সরকারপন্থি স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবি’র উপপ্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ দু’দেশের মোট ১০ সেনা ও কমান্ডার শহীদ হন।

এদিকে মার্কিন বাহিনীর হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর এ বিষয়ে মুখ খুলেছে ইসরাইল। কোনো ঘোষণা ছাড়াই গোপনে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। ড্রোন হামলার মাধ্যমে জেনারেল সোলাইমানিকে হত্যার নির্দেশ দেয়ায় ‘প্রেসিডেন্ট ট্রাম্প সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য’ বলে অভিহিত করেছেন নেতানিয়াহু।

রোববার ইসরাইলের মন্ত্রীসভাকে দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু দাবি করেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন জায়গায় ‘সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়ন করেছিলেন’ জেনারেল সোলইমানি। ইরানের বিরুদ্ধে নেয়া অবস্থানে ইসরাইল যুক্তরাষ্ট্রের পাশে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সূত্র : ডয়চে ভেলে।

Share.

Comments are closed.

Exit mobile version