ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ব্রিগেডের নতুন প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে তার দেশ আমেরিকাকে প্রথম চপেটাঘাত করেছে।

তিনি বলেন, “আল্লাহর রহমতে বিশ্বের সবচেয়ে বড় পুঁজিবাদি শক্তিকে প্রথম চূড়ান্ত চপেটাঘাত করা হয়েছে।” আজ বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পাঠানো এক বার্তায় জেনারেল কায়ানি একথা বলেছেন।

তিনি আশা করেন, আমেরিকাকে এই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে ইরাকের জাতীয় সংসদ যে প্রস্তাব পাস করেছে তার জন্য ইরানি ক্ষেপণাস্ত্র হামলা সহযোগী হিসেবে কাজ করবে।

জেনারেল কায়ানি বলেন, জেনারেল কাসেম সোলায়মানি যে উজ্জ্বল পথ দেখিয়ে গেছেন সে পথ শক্তভাবে অনুসরণ করা হবে। পার্সটু্েড

Share.

Comments are closed.

Exit mobile version