সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ বলেছেন, সিরিয়ার কাছে ফিলিস্তিন এখনো প্রধান ইস্যু এবং ভবিষ্যতেও এ নীতি অক্ষুন্ন থাকবে। তিনি আজ রোববার দামেস্কে ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও’র কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।

আল-মিকদাদ আরও বলেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্র মোকাবিলায় ফিলিস্তিনিদের মধ্যে ঐক্য ও সংহতি জরুরি।

তিনি বলেন, পাশ্চাত্যের ব্যাপক চাপ ও যুদ্ধের পরও সিরিয়া তার আগের নীতিতে অটল রয়েছে এবং ফিলিস্তিন ইস্যুকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। জাওয়াদ জারিফ মসজিদুল আকসার গেইট ‘বাব আর রাহমাহ’-তে ইসরাইলি হামলার নিন্দা জানান।

এ সময় পিএলও’র কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিদলের প্রধান আহমাদ আলী ফিলিস্তিনিদের প্রতি সিরিয়ার সরকার ও জনগণের সাহায্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, আমরা চাই সিরিয়া যত দ্রুত সম্ভব সন্ত্রাসীদের কবলমুক্ত হোক। কারণ নিশ্চিতভাবে এর ফলে ফিলিস্তিনিরা লাভবান হবে। পার্সটুডে।

Share.

Comments are closed.

Exit mobile version