সিরিয়ার ইদলিবে তুরস্কের সেনা নিহতের জবাবে পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে তুরস্ক। এর আগে সিরিয়ান বাহিনীর হামলায় দেশটির পাঁচ সেনা ও এক বেসামরিক সদস্য নিহত হয়।
তুর্কি সৈন্য নিহতের প্রতিক্রিয়ায় সিরিয়ার সামরিক লক্ষ্যমাত্রায় বিমান হামলা ও সামরিক অভিযান চালিয়েছে বলে জানান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
Ad by Valueimpression
ইউক্রেনের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে সাংবাদিকদের তিনি জানান, পাল্টা হামলায় ৩০ থেকে ৩৫ জন সিরিয়ান সেনা নিহত হয়েছে।
এরদোগান বলেন, যারা এজাতীয় জঘন্য আক্রমণ করে তুরস্কের শক্তিমত্তাকে পরীক্ষা করে দেখবে তারা তাদের ভুল বুঝতে পারবে।
তিনি বলেন, আমাদের সৈন্যরা যখন শহীদ হচ্ছে তখন আমাদের পক্ষে চুপ থাকা সম্ভব নয়।
এর আগে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানায়, সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলে সিরিয়ান সরকার সমর্থিত সেনাবাহিনীর ঐ হামলায় আরো সাত সেনা আহত হয়।
এঘটনায় রাশিয়া জানায়, মূলত দুর্বল তথ্যের কারণেই তুর্কি সৈন্যরা নিহত হয়েছেন।
এর ফলে তুরস্ক ও সিরিয়ার সরকারের মধ্যে আরো উত্তেজনা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। উভয় দেশের মধ্যে এমন মুখোমুখি সংঘর্ষের ঘটনা বিরল। এঘটনায় মস্কো ও আঙ্কারার সম্পর্কেও ফাটল ধরাতে পারে। আলজাজিরা।