সিঙ্গাপুরে আরও দু’জন প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে একজন বাংলাদেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে। সিঙ্গাপুরে এ নিয়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭ জনে, চীনের বাইরে যা সর্বোচ্চ। এর আগে দেশটিতে ৪৫ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি চিহ্নিত হযেছিলেন, যাদের মধ্যে একজন ছিলেন বাংলাদেশি। এ নিয়ে সেখানে মোট দু’জন বাংলাদেশি আক্রান্ত হলেন।

সিঙ্গাপুরের জাতীয় দৈনিক স্ট্রেইট টাইমসের অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন আক্রান্ত বাংলাদেশি সেলেটার অ্যারোস্পেস হাইটস নামের একটি এলাকায় কাজ করতেন।এর আগে গত শনিবার একই স্থানে আরেক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ করোনাভাইরাসে আক্রান্ত হওয়া অপরজন সিঙ্গাপুরের নাগরিক। তার বয়স ৩৫ বছর। এই দু’জনের কেউই সম্প্রতি চীন সফর করেননি।

স্ট্রেইট টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার ৩৯ বছর বয়সী যে বাংলাদেশি নাগরিকের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। তিনি এখন সিঙ্গাপুরের এনসিআইডির আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। সেখানে চিকিৎসা চলছে তার।

Share.

Comments are closed.

Exit mobile version