নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় বন্ধ হয়েছে জাপানের সব স্কুল। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘোষণা দিয়েছেন। সাময়িক বন্ধ হওয়া এসব স্কুল খুলবে আগামী এপ্রিলে। প্রায় ৯ শতাধিক জাপানি করোনাভাইরাস কভিড-১৯ আক্রান্ত হওয়ার পর দেশজুড়ে সতর্কতা জারি হয়েছে।

দিনের শুরুতে উত্তরের প্রদেশ হোক্কাইডোর স্থানীয় প্রশাসন সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ডাক দেয়। এর কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ ঘোষণা এলো। শিনজো আবে বলেন, প্রতিটি অঞ্চলে শিশুদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে যা আগামী এক বা দুই সপ্তাহ অত্যন্ত জটিল আকার ধারণ করতে পারে।

‘সরকার অন্যদের মধ্যে শিশুদের স্বাস্থ্য এবং সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে হোক্কাইডোতে মঙ্গলবার একজন মারা যান। ফলে দেশটিতে ক্রমেই করোনাভাইরাস সংক্রমণের শঙ্কা বাড়ছে। সূত্র : রয়টার্স।

Share.

Comments are closed.

Exit mobile version