ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে স্বাগত জানিয়েছে জাতীয় পার্টি। পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমন উপলক্ষে জাতীয় পার্টি আনন্দিত। নরেন্দ্র মোদির এ সফর বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুমধুর ও বেগবান করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে। মুজিববর্ষে ভারতের জনগণ ও সরকারের প্রতিনিধিত্বকারী বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সফরসঙ্গীদের আমরা বাংলাদেশে স্বাগতম জানাচ্ছি।
আজ জাতীয় পার্টির চেয়্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলেন জিএম কাদের।
বিবৃতিতে জিএম কাদের বলেন, বঙ্গবন্ধুর জীবনে সবচেয়ে বড় অর্জন বাঙালি জাতির জন্য একটি স্বাধীন দেশ বাংলাদেশ। এ অর্জনে ভারতের জনগণ ও সরকার সর্বাত্মক সহযোগিতা করেছে। বিপদে পাশে দাঁড়িয়েছে। এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, আহার-বাসস্থানের ব্যবস্থা করেছে। এই মহান নেতার জন্মবার্ষিকীতে আমাদের দেশ ও জাতির পক্ষ থেকে ভারতীয় জনগণ এবং সরকারের প্রতি কৃতজ্ঞা ও ধন্যবাদ জানানো অবশ্য পালনীয় কর্তব্য।।

Share.

Comments are closed.

Exit mobile version