বৈশ্বিক সংঙ্কট করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ভয়াবহতায় শেষ সময়ে এসে ঢাকা সফর স্থগিত করেছেন জাতিসংঘের উপ-মহাসচিব আমিনা জে মোহাম্মদ। আজ দু’দিনের সফরে তার ঢাকায় পৌঁছানোর কথা ছিল। জাতিসংঘ সেক্রেটারিয়েটের দ্বিতীয় সর্বোচ্চ পদধারী ওই জ্যেষ্ঠ কর্মকর্তার এটাই ছিল প্রথম বাংলাদেশ সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র গতকাল সন্ধ্যায় তার সফরের সব প্রস্তুতি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। জানিয়েছে, করোনা পরিস্থিতির কারণে জাতিসংঘের তরফেই ডেপুটি সেক্রেটারি জেনারেলের ঢাকা সফর স্থগিত করা হয়েছে। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির উন্নতি হলে এবং বাংলাদেশ রাজী থাকলে পরবর্তীতে উভয়ের সুবিধজনক সময়ে তিনি ঢাকা সফর করতে পারলে খুশি হবেন বলে জানিয়েছেন। সেগুনবাগিচার এক কর্মকর্তা গতকাল মানবজমিনকে বলেন, কেবল বাংলাদেশ নয়, ডেপুটি সেক্রেটারি জেনারেলের আগামী কয়েক মাসে অন্যান্য দেশে সফরসূচিও আপাতত স্থগিত থাকছে। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের প্রায় সব কর্মসূচী স্থগিত বা বাতিল করা হয়েছে।
কর্মকর্তাদের অফিসে যাতায়াতেও নিয়ন্ত্রণ বা বিধি নিষেধ আরোপ করা হয়েছে। হাঁচি-কাশির কোন লক্ষণ দেখা দিলে অফিসে যেতে বারণ করা হয়েছে। সতর্কতার জন্য প্রয়োজনে বাসা অবস্থান করে অফিসকর্ম চালাতে উৎসাহিত করা হচ্ছে।
Share.

Comments are closed.

Exit mobile version