করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য রাজধানীর তেজগাঁও এলাকায় হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে। স্থানীয়দের বাধা, বিপত্তির পর বেসরকারি উদ্যোগে এই নির্মাণের কাজ আজ আবার শুরু হয়। দেশে করোনা আক্রান্তদের চিকিৎসা সেবায় সাত দিনে হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়ে শনিবার কাজ শুরু করে আকিজ গ্রুপ। এতে স্থানীয়রা বাধা দেন। ভাংচুর চালান। এসময় ওই ওয়ার্ডের কাউন্সিলরও সেখানে উপস্থিত ছিলেন। স্থানীয়দের বিক্ষোভের মুখে কাজ বন্ধ ছিলো গতকাল।

স্থানীয়দের বিষয়টি বুঝানোর পর ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। আকিজ গ্রুপের হাসপাতাল নির্মাণে পুলিশ সহযোগিতা করছে জানিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন বলেন, শনিবারের এলাকাবাসী ভুল বুঝে বাধা দিয়েছে।
পরে রাতেই সিদ্ধান্ত হয় যে,  এখানে হাসপাতাল হবেই। এটা মহৎ উদ্যোগ। এখানে অস্থায়ী ভিত্তিতে হাসপাতাল নির্মাণ হবে। শনিবার রাত থেকেই ঘটনাস্থলে পুলিশের একটি টহল ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। এখন সেখানে কোনো ধরণের ঝামেলা নেই বলে জানান তিনি।

Share.

Comments are closed.

Exit mobile version