করোনা আক্রান্ত হয়ে ভারতে রেকর্ড মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন ২৩ জন। সংক্রমণ থামাতে ২১ দিনের লকডাউন চলছে ভারতে। এরইমধ্যর হু হু করে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫৮ জনে। অপরদিকে মোট আক্রান্ত হয়েছেন ১৯৯৮ ভারতীয়। এরমধ্যে সর্বশেষ একদিনেই আক্রান্ত হয়েছেন ৬ শতাধিক। এটিও এখন পর্যন্ত ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

এরমধ্যে বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি গেছেন এমন রোগীর সংখ্যা ১৪৩ জন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতে সব রাজ্যের মধ্যে তামিলনাড়ুতে এই সপ্তাহে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই সেখানে ১৬০ জনের শারীরিক পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়েছে। তামিলনাড়ুতে এখনও পর্যন্ত ২৩০ জনেরও বেশি মানুষের শরীরে ওই রোগের সংক্রমণ ধরা পড়েছে। ইতিমধ্যেই সেখানে ১ জনের মৃত্যু হয়েছে এবং ৬ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। অন্যান্য রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। বুধবার ওই রাজ্যে মোট ৮৬ জন নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হন। মহারাষ্ট্রে মোট আক্রান্ত ৩০২ জন। ভাইরাসের ছোবলে সেখানে এখনও পর্যন্ত ৯ জন মারা গেছে এবং ৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বুধবার রাজধানী দিল্লিতে ৫৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এবং অন্ধ্রপ্রদেশে ৪৩ টি নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ দিল্লির নিজামুদ্দিনে শত শত লোক একটি বিশাল ধর্মীয় সমাবেশে অংশ নেওয়ার পরে দেশব্যাপী আরও বেশি করে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তাবলিগ-ই-জামাতের সদস্যরা দিল্লিতে অবস্থিত মার্কাজ নিজামউদ্দিনের ওই সমাবেশে যোগ দেওয়ার পরেই ভারত জুড়ে ১৩০ টিরও বেশি করোনা পজিটিভ রোগীর সন্ধান মিলেছে। ওই ধর্মীয় সমাবেশে যোগদানকারীদের মধ্যে ৭ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। গোটা বিশ্বে করোনা ভাইরাস মহামারী রূপে দেখা দিয়েছে। এখনও পর্যন্ত দুনিয়া জুড়ে প্রায় সাড়ে ৯ লাখ মানুষ করোনা সংক্রামিত হয়েছে। প্রাণ হারিয়েছেন অর্ধলক্ষ মানুষ।

Share.

Comments are closed.

Exit mobile version