নিজস্ব প্রতিনিধি

জোরপূর্বক ধরে নিয়ে গুম করা মানুষদের স্মরণে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা বৃটিশ পার্লামেন্টে বাংলাদেশে গুমের বিষয়টি নিয়ে সিদ্ধান্তের আহ্বান জানিয়েছেন।

বক্তারা আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টে সর্বদলীয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের মাধ্যমে তদন্তের জন্য দাবী জানান। এব্যাপারে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়ে বক্তারা বলেন, এধরণের যৌথ মিশন গুমের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সম্পর্কে বাস্তব পরিস্থিতি তুলে ধরার সুযোগ তৈরী করবে।

১ নভেম্বর মঙ্গলবার হাউস অব কমন্সের কমিটি রুমে আয়োজিত ‘জোরপূর্বক গুম’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে এমন অভিমত ব্যক্ত করেন বক্তারা। বৃটিশ পার্লামেন্টের কয়েকজন এমপি ও মানবাধিকার কর্মীরা এই সেমিনারে বক্তব্য রাখেন। বাংলাদেশের গুমের মতো ভয়াবহ পরিস্থিতি নিয়ে হাউস অব কমন্সের সেমিনার কক্ষে সেমিনারের আয়োজন করে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এলায়েন্স (বিবিসিএ)।

বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত হওয়ায় বাংলাদেশে গুম, খুন, ক্রসফায়ারের মাধ্যমে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়েই চলেছে । বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন চরম হুমকির মুখে।

সেমিনারে এন্ড্রু স্টিফেনসন এমপি বলেন, গুমের মতো নিষ্ঠুর অমানবিক ও ভয়াবহ কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায়না এবং এই অপরাধের সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচারের আওতায় আনা জরুরী। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনকারীদের জন্য সভ্য পৃথিবীর সব দরজা বন্ধের ব্যবস্থা এখন জরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে তিনি ব্রিটিশ পার্লামেন্টে সহকর্মীদের আগের আলোচনা গুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

ব্রিটিশ পার্লামেন্টের এমপি সারাহ বৃটক্লিফ-এর সভাপতিত্বে ও সংগঠনটির প্রধান উপদেষ্টা মোজাক্কির আলীর পরিচালনায় আন্তর্জাতিক কনফারেন্সে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির সেক্রেটারী ফয়জুন নূর এবং উপদেষ্টা সগীর আহমেদ। বক্তব্য রাখেন কনজার্ভেটিভ পার্টির সাবেক চেয়ারম্যান মন্ত্রী লর্ড কমিশনার এন্ড্র স্টিফেনসন এমপি, বব ব্লাকমান এমপি, এন্তনি হিজিংবোতাম এমপি, চি অনওয়ারা এমপি রবি মুর এমপি, লর্ড গ্রাসম্যান, এমনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক এশিয়া বিষয়ক গবেষক প্রফেসর আব্বাস ফাইজ, সাপ্তাহিক সুরমা পত্রিকার সম্পাদক শামসুল আলম লিটন, কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমতিয়াজ খান, তেহরিকে কাশ্মীর যুক্তরাজ্যের তথ্য সম্পাদক ব্যারিস্টার রেহানা আলী, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ চৌধুরী মো: আমিনুল হক প্রমুখ।

তাছাড়া গুমের অবস্থা থেকে ফিরে আসা রুবেল নুর, ওয়াহিদুন্নবী নির্মম নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন।

বক্তারা আরো বলেন, বাংলাদেশে প্রতিদিন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। চলছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। বক্তারা বলেন, জনগণের বাকস্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা সরকার হরণ করেছে তা’ বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে আমরা লক্ষ্য করে আসছি। জোরপূর্বক গুম করা রোধ করতে আমেরিকা এবং জাতিসংঘের মতো বক্তারা যুক্তরাজ্য সরকারকে বিশেষ ভূমিকা রাখতে আহবান জানান।

ক্রসফায়ার বন্ধের আহ্বান জানিয়ে প্রফেসর আব্বাস ফয়েজ বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম হওয়া ব্যাক্তিদেরি দ্রুত ফিরিয়ে দিতে বাংলাদেশ সরকারের যত্নবান হওয়া উচিত।

সেমিনারে লন্ডন ভিত্তিক বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে যোগ দেন, ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল বা ই আর আইয়ের সাধারণ সম্পাদক নওশীন মোস্তারী মিয়া সাহেব, যুগ্ন সম্পাদক মোহাম্মদ মুহিব্বুল্লাহ, সায়েম আহমদ, মোঃ এমদাদুল হক, মোহাম্মদ ওসমান গনি, আব্দুল্লাহ আল জাবির, এ এ ওয়াহিদুল ইসলাম, ওমর ফারুক, মোঃ আলতাফ হোসাইন, নাজমুল হাসান খান, রোকতা হাসান, ফেরদৌসী আক্তার রুনা, আব্দুল আলিম, মোহাম্মদ মাসুদুল হাসান, আল আমিন, মোহাম্মদ ফাহিদুল আলম, নন্দন কুমার দে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সভাপতি মো: রায়হান উদ্দীন সহ-সভাপতি আলি আহমদ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, হাদীসুর রহমান খান, প্রচার সম্পাদক মোহাম্মদ ফান্টু, অনলাইন এক্টিভিস্ট ফোরামের সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক জামিল হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম তমা, মোঃ কামরুল হাসান রাকিব, বোরহান উদ্দিন, মোঃ সাইফুর রহমান, আশরাফুল হক, মেজবাহ উদ্দিন, এরশাদুল হক, মো সালমান হোসেন মারজান, এরশাদুল ইসলাম তপু, জয়নাল আবেদীন, লেয়াকত হোসাইন, আহমেদ আলী, আব্দুর রহমান খোকা। মোহাম্মদ এবাদুর রহমান রাজন, মিজানুর রহমান, মোঃ নাজমুল হক তুষার, নিয়াজ মোর্শেদ প্রমুখ।

Share.

Comments are closed.

Exit mobile version