একাডেমি অব মোশন পিকচার আর্টস এ্যান্ড সায়েন্সের প্রধান জন বেইলির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে বলে জানা গেছে। হলিউডভিত্তিক বেশ কয়েকটি প্রকাশনা সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ৭৫ বছর বয়সী এ সিনেমাটোগ্রাফার গত বছর অস্কার একাডেমির প্রধান নির্বাচিত হন। তার বিরুদ্ধে যৌন হয়রানির তিনটি অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য জানায়।

গণমাধ্যম জানায়, বেইলি দায়িত্ব নেয়ার একমাসের মধ্যেই হলিউডের বেশ ক’জন অভিনেত্রী প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন, যার সূত্র ধরে মার্কিন রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে ক্ষমতাবানদের বিরুদ্ধে একের পর এক যৌন নির্যাতন ও হয়রানির অভিযোগ বের হতে থাকে, ওঠে প্রতিবাদের ঝড়ও। যৌন হয়রানির অভিযোগ ওঠা ওয়েইনস্টেইনকে অক্টোবরেই একাডেমি থেকে বহিষ্কার করা হয়। নির্যাতন ও হয়রানি রোধে ডিসেম্বরে প্রতিষ্ঠানটি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন আচরণবিধিও ঠিক করে দেয়। বেইলির বিরুদ্ধে অভিযোগের কথা প্রথম জানায় ভ্যারাইটি ম্যাগাজিন। তাৎক্ষণিকভাবে অভিযোগগুলো পর্যালোচনা করার কাজও শুরু হয়েছে।

অভিযোগ পর্যালোচনার কথা স্বীকার করেছে অস্কার একাডেমি কর্তৃপক্ষও। যদিও কার নামে অভিযোগ তা জানায়নি তারা। অভিযোগ ও এ সংক্রান্ত প্রতিবেদন বিষয়ে বেইলির প্রতিক্রিয়াও জানা যায়নি। ‘আমেরিকান জিগোলো’, ‘দ্য বিগ চিল এ্যান্ড গ্রাউন্ডহগ ডে’র মতো দর্শকপ্রিয় চলচ্চিত্রে কাজ করা বেইলি গত আগস্টে চার বছরের জন্য অস্কার একাডেমির প্রধান হন। ২০১৫ সালে আমেরিকান সোসাইটি অব সিনেমাটোগ্রাফার তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করেছিল।

Share.

Comments are closed.

Exit mobile version