ছোট পর্দার জনপ্রিয় অভিনত্রেী শবনম ফারিয়ার জন্মদিন ছিল ১৪ মার্চ। প্রতি বছরই এ দিনটিতে বিশেষ কোনো আয়োজন থাকে। তবে এ বছর জন্মদিন পালন করেননি এ অভিনেত্রী। জন্মদিনের খরচের জন্য জমিয়ে রাখা টাকা দান করে দিয়েছেন তিনি। ঢাকার মিরপুর ১২ নম্বরের পল্লবীর ইলিয়াস মোল্লা বস্তিতে গত রোববার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় নিশ্ব হয়ে যাওয়া মানুষের জন্য জন্মদিনের জমানো টাক খরচ করেছেন ফারিয়া।

শবনম ফারিয়া বলেন, ‘জন্মদিন উদযাপনের জন্য আমি যে টাকা রেখেছিলাম, সেটি মিরপুরের বস্তিতে আগুনে ঘর পুড়ে যাওয়া ভুক্তভোগী কয়েকটি পরিবারকে দান করার সিদ্ধান্ত নিয়েছি। তাদের কষ্ট সহ্য করতে পারছি না। সবাইকে সাহায্য করার সামর্থ্য আমার নেই। অন্তত কয়েকটি পরিবারকে তো পারব, সেটাই চেষ্টা করছি।’

জন্মদিনে শবনম ফারিয়া ফেসবুকে একটি পোস্ট দেন। বুধবার শবনম ফারিয়া তার স্ট্যাটাসে লিখেছেন, ‘জীবনে এই প্রথম আমি নিজের জন্মদিন ‘উদযাপন’ করতে পারলাম না। কিছু ঘটনা আমার হৃদয়ে নাড়া দিয়েছে! আমি জানি জীবন অনিশ্চিত, কিন্তু এটি আমাকে ভীষণভাবে আঘাত করেছে! তবে হ্যাঁ, আমাকে বলতেই হবে, আমি খুব ভাগ্যবতী। মানুষের প্রচুর আশীর্বাদ আর নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি! তাই যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, আমার জন্য দোয়া করেছেন আর বাসায় কেক আর উপহার পাঠিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমার বিষণ্ন দিনটিকে বিশেষ করে তোলার জন্য ধন্যবাদ।’

Share.

Comments are closed.

Exit mobile version