এশিয়ান বাংলা ডেস্ক : ‘বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস কেড়ে নেওয়া উচিত’—কথাটি কে না বলেছে? কেউ সরাসরি কেউবা আকার-ইঙ্গিতে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ্ন তুলতেন অনেকেই। সেই বাংলাদেশই একসময়ের প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে টেস্ট র‍্যাঙ্কিংয়ের আট নম্বরে। একে সমালোচকদের প্রতি বাংলাদেশের জবাব হিসেবে দেখছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালক আকরাম খান।

২০০০ সালের ১০ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে মাঠে নামে বাংলাদেশ। এরপর পেরিয়ে যাচ্ছে প্রায় দেড় যুগ। এ সময়ে বাংলাদেশ পাড়ি দিয়েছে কত চড়াই-উতরাই। দেশে-বিদেশে অনেকবারই প্রতিপক্ষের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। একের পর এক ইনিংস পরাজয়। প্রায়ই পাঁচ দিনের টেস্ট শেষ হয়েছে তিন দিনে। আর এতেই যেন সুযোগ পেয়ে যেতেন জিওফ বয়কট, গ্রেগ চ্যাপেলের মতো সাবেক ক্রিকেটাররা। সুযোগ পেলেই তাঁরা বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস নিয়ে তুলেছেন প্রশ্ন। তিন মোড়লের ক্রিকেট সংস্কার নীতিতে তো সন্দেহই জেগেছিল, বাংলাদেশ আর টেস্ট খেলতে পারবে তো?

স্বাভাবিকভাবে এ নিয়ে খুব ক্ষোভ জমা আছে বাংলাদেশের ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তিদের। তাই র‍্যাঙ্কিংয়ে আট নম্বরে উঠে আসাটাকে সমালোচনার জবাব হিসেবে নিচ্ছেন আকরাম খান, ‘আমরা যেভাবে শুরু করেছিলাম, অনেকে অনেক কথা বলেছিল আমাদের টেস্ট স্ট্যাটাস নিয়ে, আমাদের সময় হয়নি। এখন আমরা খুব ভালোভাবে তার জবাব দিয়েছি। ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়েরা মিলে আমরা যেভাবে এগোচ্ছি, সেটা ধরে রাখতে পারলে আরও এগোবে। এটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন।’

Share.

Comments are closed.

Exit mobile version