এশিয়ান বাংলা ডেস্ক : ফিলিস্তিন ও জেরুসালেম আরব এবং ইসলামি রাষ্ট্র। আমরা উভয়টির এক ইঞ্চি মাটিও ছেড়ে দেবো না। সোমবার মুসলিম ব্রাদারহুডের মুখপাত্র তালাত ফাহমি এক বিবৃতিতে এ কথা বলেন।
এর আগে তিনি ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ফিলিস্তিন-ইসরাইল সীমান্তে গণবিক্ষোভ-গ্রেট মার্চের প্রতি সমর্থন জানায় ব্রাদারহুড। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, নাকবা দিবসের স্মরণে ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরাইলি হামলা প্রায় ১০০ জন নিহত এবং পাঁচ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময়ই দশ লাখ ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে উৎখাত করা হয়েছিল।

Share.

Comments are closed.

Exit mobile version