এশিয়ান বাংলা ডেস্ক : পাকিস্তানের পেশোয়ার শহরে এক নির্বাচনী সমাবেশে আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন প্রার্থীসহ অন্তত ১৩ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫৪ জন। খবর এএফপির।

মঙ্গলবার রাতে তালেবানবিরোধী হিসেবে পরিচিত রাজনৈতিক দল আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নির্বাচনী সমাবেশে এ হামলার ঘটনা ঘটে।

নিহত প্রার্থীর নাম ব্যারিস্টার হারুন বিলোয়ার। তিনি প্রাদেশিক বিধানসভা নির্বাচনের প্রার্থী ছিলেন। তার পরিবার পেশোয়ারে এএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত।

হারুন বিলোয়ারের বাবা বাসির বিলোয়ার ছিলেন এএনপি পার্টির জনপ্রিয় ও জ্যেষ্ঠ নেতা। তিনিও ২০১২ সালে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।

পুলিশ জানায়, হারুন বিলোয়ার রাতে পেশোয়ার শহরের একটি সমাবেশে তার সমর্থকদের সামনে বক্তব্য দিচ্ছিলেন। তখনই আত্মঘাতী বিস্ফোরণটি ঘটানো হয়।

এখন পর্যন্ত কোনো পক্ষই এ হামলার দায় স্বীকার না করলেও তালেবানরা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র আগামী ২৫ জুলাইয়ের এ নির্বাচন উপলক্ষে নিরাপত্তাজনিত হুমকির কথা জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো।

Share.

Comments are closed.

Exit mobile version