এশিয়ান বাংলা ডেস্ক : ক্যারিবীয় সফরটা এখন পর্যন্ত শুধু হতাশাই উপহার দিচ্ছে। সফরে চারবার ব্যাটিং করেও দুই শ ছোঁয়া কীর্তি দেখা যায়নি। বরং প্রথমবারের মতো পঞ্চাশের নিচে গুটিয়ে যাওয়ার মতো স্মরণীয় এক ঘটনা ঘটতে দেখা গেছে। এমন ব্যাটিং পারফরম্যান্স দাগ ফেলে যেতে বাধ্য। টেস্ট র্যাঙ্কিংয়ে নয়ে নেমে এসেছে বাংলাদেশ।
সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে ছিল বাংলাদেশ (৭৫)। টেস্ট সিরিজ হারলেই পিছিয়ে পড়তে হবে, এটা জানা ছিল। তবে সেটা হিসাব–নিকাশের নানা জটিলতা দিয়ে। বাংলাদেশ ধবলধোলাই হওয়ায় সে হিসাব–নিকাশের মধ্যে কাউকে যেতে দেয়নি। পরিষ্কার ১০ পয়েন্টের ব্যবধানে সাকিবদের চেয়ে এগিয়ে গেছেন জ্যাসন হোল্ডাররা।
বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়ে ৫ পয়েন্ট এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ এখন ৭৭ পয়েন্ট নিয়ে আটে আছে। আর ৮ পয়েন্ট খুইয়ে ৬৭ পয়েন্ট নিয়ে নয়ে নেমে গেছে বাংলাদেশ। নবম অবস্থান নিয়ে অবশ্য কোনো দুশ্চিন্তা নেই। দশে থাকা জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট যে দুই!
ওদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে র্যাঙ্কিংয়ে পাকিস্তানের চেয়ে আরেকটু এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টেও জয় পেলে ৯৭ পয়েন্ট নিয়ে সিরিজ শেষ করবে লঙ্কানরা। আর এক ধাক্কায় ৬ পয়েন্ট হারিয়ে ফেলবে প্রোটিয়ারা। ১২৫ পয়েন্ট নিয়ে বেশ নিরাপদ দূরত্বে আছে শীর্ষে থাকা ভারত।
দল | র্যাঙ্কিং |
ভারত | ১২৫ |
দক্ষিণ আফ্রিকা | ১১২ |
অস্ট্রেলিয়া | ১০৬ |
নিউজিল্যান্ড | ১০২ |
ইংল্যান্ড | ৯৭ |
শ্রীলঙ্কা | ৯১ |
পাকিস্তান | ৮৮ |
ওয়েস্ট ইন্ডিজ | ৭৭(+৫) |
বাংলাদেশ | ৬৭(-৮) |
জিম্বাবুয়ে | ২ |