এশিয়ান বাংলা ডেস্ক : জাতীয় পরিচয় সংকটে ভুগছে আফগানিস্তানের নাগরিকরা। বছরের পর বছর, যুগের পর যুগ যুদ্ধবিধ্বস্ত দেশটির মানুষদের জাতীয় পরিচয়ই যেন এখন সংকটের মুখে। যে কারণে দেখা যাচ্ছে নিজেদের জাতীয় পরিচয় সমুন্নত করতে দেশটির জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আসগর স্টানিকজাই নিজের নামটাই পরিবর্তন করে ফেলেছেন। পরিবর্তন করে রেখেছেন, আসগর আফগান।

সন্ত্রাস, জঙ্গিবাদ, জাতিগত বিদ্বেষ আর দেশীয় ও আন্তর্জাতিকভাবে চাপিয়ে দেয়া একের পর এক যুদ্ধের কারণে বিধ্বস্ত পুরো আফগানিস্তান। এখনও প্রায় প্রতিদিন দেশটির নানা স্থানে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারাচ্ছে শত শত মানুষ। যে কারণে যুদ্ধবিধ্বস্ত দেশটির নাগরিকরাও ভুগছে জাতীয় পরিচয় সংকটে। যুদ্ধবিধ্বস্ত আফগানদের দেশের ভেতর এবং বাইরে ভুগতে হয় নানা সংকটে।

আফগানদের সাধারণ নাগরিক হিসেবে গণ্য করতেও যেন বাধে সভ্য দেশগুলোর নাগরিকদের। এ কারণে নিজেদের জাতীয় পরিচয় সমুন্নত করতে সোচ্চার হয়েছেন দেশটির জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আসগর। নিজের নামটাই পরিবর্তন করে ফেললেন তিনি। বিশ্বকে বুঝিয়ে দিতে চেয়েছেন, ‘তারা আফগানি, তাদেরও সমানভাবে নাগরিক অধিকার রয়েছে নিজের দেশে এবং দেশের বাইরে।’

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের টুইটার পেজে এ তথ্য জানিয়ে টুইট করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, ‘আফগান নাগরিকদের জাতীয় পরিচয় সমুন্নত করার জন্যই জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আসগর স্টানিকজাই নিজের নাম পরিবর্তন করে রেখেছেন আসগর আফগান। এটা অফিসিয়াল। কারণ আসগর স্টানিকজাই নিজের ইলেক্ট্রনিক আইডি কার্ডে পরিবর্তন করে লিখেছেন আসগর আফগান।’ ওয়েবসাইট।

Share.

Comments are closed.

Exit mobile version