এশিয়ান বাংলা ডেস্ক : পাঁচ লাখ ফিলিস্তিনির জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এই সংস্থাকে অবিশ্বাস্যরকমের ত্র“টিপূর্ণ উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, বড় ধরনের অসামঞ্জস্যপূর্ণ এই বোঝা আর যুক্তরাষ্ট্র বহন করতে চায় না। তবে ইসরাইলের স্বার্থেই এ সহায়তা বন্ধ করা হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

ফিলিস্তিনিদের জন্য গঠিত জাতিসংঘের এই সংস্থার ৩০ ভাগ ব্যয় বহন করত যুক্তরাষ্ট্র। গত বছর যুক্তরাষ্ট্র ২৬৪ মিলিয়ন ডলার তহবিল দিয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র হিদার নোয়ার্ট জানান, এই বছর জানুয়ারিতে যে ৬০ মিলিয়ন ডলার দেয়া হয়েছে। এর বাইরে আর কোনো তহবিল দেয়া হবে না। এই সংস্থা ফিলিস্তিন, লেবানন, সিরিয়া ও জর্ডানে কয়েক লাখ মানুষকে সহযোগিতা ও শিক্ষা প্রদান করে থাকে।

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে দুঃখজনক ও হতাশার বলে আখ্যায়িত করেছে ইউএনআরডব্লিউএ। এ সিদ্ধান্তকে জনগণের ওপর ‘আঘাত’ বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা। রয়টার্সকে তিনি বলেন, এ ধরনের শাস্তির মাধ্যমে তারা এ বাস্তবতা পাল্টাতে পারবে না। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের আর কোনো ভূমিকা নেই এবং এটা কোনো সমাধানেরও পথ নয়। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে জাতিসংঘের রেজুলেশনের প্রতি অবজ্ঞাও দেখানো হয়েছে। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ডোনাল্ড ট্রাম্প স্বীকৃতি দেয়ার পর থেকে মার্কিন প্রশাসন ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। ফিলিস্তিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।

Share.

Comments are closed.

Exit mobile version