এশিয়ান বাংলা ডেস্ক : নারীদের কাছ থেকে বেশি বেশি সন্তান প্রত্যাশা করেছেন তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি। এ জন্য নারীদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ থেকে সরে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।

দেশটিতে আরও জনসংখ্যা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, নারীরা এখন থেকে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি পরিহার করতে পারেন।

একই সঙ্গে, নারী আইনপ্রণেতাদের কৃত্রিম নখ ও চোখের পাপড়ি ব্যবহার, শর্ট ড্রেস ও জিন্স পরাও নিষিদ্ধ করেছে পার্লামেন্ট। খবর বিবিসির। দেশটিতে বর্তমান জনসংখ্যা ৫ কোটি ৩০ লাখ। তবে ৪৯ ভাগ জনগোষ্ঠীর দৈনিক আয় ২ ডলারেরও কম। অপরদিকে দেশটিতে গড়ে একজন নারীর পাঁচের অধিক সন্তান রয়েছে, যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি।

মাগুফুলির এ আহ্বানের পরদিন পার্লামেন্টে নারী আইনপ্রণেতাদের কৃত্রিম নখ ও চোখের কৃত্রিম পাপড়ি ব্যবহার নিষিদ্ধ করেছেন স্পিকার জব দুগুই। ‘স্বাস্থ্যগত বিষয়টি মাথায় রেখে’ এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে তিনি এ বিষয়ে বেশি কিছু বলতে রাজি হননি।

Share.

Comments are closed.

Exit mobile version