এশিয়ান বাংলা, ঢাকা : নির্বাচন কমিশনের আপিল শুনানির দ্বিতীয় দিনে লড়াইয়ে ফিরলেন ৭৮ প্রার্থী। মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে গতকাল ইসি ১৫০ জনের আপিল শুনানি গ্রহণ করে। এর মধ্যে ৬২ জনের আপিল খারিজ হয়ে যায়। ৮ জনের আপিল স্থগিত করেছে ইসি। আজ শেষদিনে তাদের আপিলের রায় দেবে সাংবিধানিক সংস্থাটি। গতকালের আপিলে বৈধতা পেয়েছে বিএনপির ২১ প্রার্থী। দলটির ৬ প্রার্থীর আপিল বাতিল করে দেয় কমিশন। বিএনপির ৩ প্রার্থীর আপিল স্থগিত রাখা হয়েছে।

গতকাল আপিলে ১২ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে। আর স্বতন্ত্র প্রার্থী হতে ইচ্ছুক ৩৩ জনের আপিল বাতিল হয়েছে। শুনানিতে লড়াইয়ে ফিরেছেন আওয়ামী লীগের একজন প্রার্থীও। বিএনপির ৬ প্রার্থীর আপিল শুনানির পর বাতিল করা হয়। অন্যান্য রাজনৈতিক দলের ২০ প্রার্থীর আপিল বাতিল হয়েছে। বৈধতা পেয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার ছেলে গণফোরামের প্রার্থী ড. রেজা কিবরিয়া। প্রার্থিতা ফিরে পাওয়া বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত, এবাদুর রহমান চৌধুরী। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সুলতানা আহমেদের আপিল স্থগিত রেখেছে কমিশন। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির প্রচার সম্পাদক আবদুল লতিফ জনিসহ ৬ প্রার্থীর আপিল বাতিল হয়েছে। এদিকে মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে ছয়টি আপিল শুনানি হলেও কারও মনোনয়ন বাতিল হয়নি।

বিএনপির মনোনয়ন ফিরে পেলেন যারা: ব্রাহ্মণবাড়িয়া-৬ মোহাম্মদ জিয়া উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৪ মো. মুসলিম উদ্দিন, চট্টগ্রাম-৭ আবু আহমেদ হাসনাত, ব্রাহ্মণবাড়িয়া-৬ আবদুল খালেক, বরগুনা-১ মতিয়ার রহমান তালুকদার, ভোলা-১ গোলাম নবী আলমগীর, পটুয়াখালী-২ শহিদুল আলম তালুকদার, ঢাকা-১৬ আলহাজ একেএম মোয়াজ্জেম হোসেন, কিশোরগঞ্জ-১ খালেদ সাইফুল্লাহ সোহেল খান মানিকগঞ্জ-২ মঈনুল ইসলাম খান, মুন্সীগঞ্জ-১ মো. আব্দুল্লাহ, কিশোরগঞ্জ-৩ সাইফুল ইসলাম সুমন, নারায়ণগঞ্জ-৪ মামুন মাহমুদ, মৌলভীবাজার-১ এবাদুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-৪ দেওয়ান জয়নুল জাকেরীন, ঢাকা-১ ফাহিমা হুসাইন জুবলী, টাঙ্গাইল-৬ নূর মোহাম্মদ খান, শরীয়তপুর-১ সরদার একেএম নাসির উদ্দিন, জামালপুর-১ এম রাশিদুজ্জামান মিল্লাত, নেত্রকোনা-৫ আবু তাহের তালুকদার, মাদারীপুর-১ নাদিরা আক্তার। এছাড়া কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেনও প্রার্থিতা ফিরে পেয়েছেন।

স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থিতা ফিরে পেলেন যারা: চট্টগ্রাম-৮ হাসান মাহমুদ চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ গিয়াস উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-২ ছাইফুল্লাহ হুমায়ুন মিয়া, বরিশাল-২ একে ফাইয়াজুল হক, বরিশাল-২ সৈয়দ রুবিনা আক্তার, পটুয়াখালী-২ শফিকুল ইসলাম মাসুদ, টাঙ্গাইল-৬ আবুল কাশেম, টাঙ্গাইল-৬ ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম, মাদারীপুর-২ আল আমীন মোল্লা, হবিগঞ্জ-১ অধ্যাপক মো. আবদুল হান্নান, ময়মনসিংহ-৮ মাহমুদ হাসান সুমন, নারায়ণগঞ্জ-৪ মো. গিয়াস উদ্দিন।

অন্য দলের যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন: খেলাফত মজলিস: টাঙ্গাইল-৭ সৈয়দ মজিবর রহমান, জাপা: চাঁদপুর-৫ খোরশেদ আলম খুশু, বরিশাল-২ মাসুদ পারভেজ, নারায়ণগঞ্জ-৪ ছালাউদ্দিন খোকা, ঢাকা-১৬ আমানত হোসেন, সিলেট-৫ সেলিম উদ্দিন, কিশোরগঞ্জ-২ এরশাদ হোসাইন, মানিকগঞ্জ-২ এস এম আবদুল মান্নান, ঢাকা-১৬ আমানত হোসেন, গণফোরাম: হবিগঞ্জ-১ রেজা কিবরিয়া, ইসলামী আন্দোলন: ঢাকা-৩ সুলতান আহম্মদ খান, কিশোরগঞ্জ-২ সালাউদ্দিন রুবেল, কিশোরগঞ্জ-৬ মো. মুছা খান, টাঙ্গাইল-৮ আবদুল লতিফ মিয়া, ময়মনসিংহ-১ মো. হাবিবুল্লাহ, ময়মনসিংহ-১১ আমানুল্লাহ সরকার, জেপি: ঢাকা-৮ মাহমুদা রহমান মুন্নি, জাসদ: নরসিংদী-২ জাইদুল কবীর, রংপুর-২ শ্রী কুমারেশ চন্দ্র রায়, জেএসডি: কিশোরগঞ্জ-১ মু. আব্দুর রহমান অ্যাডভোকেট, কিশোরগঞ্জ-৫ সেলিনা সুলতানা, ঢাকা-১৮ শহীদ উদ্দিন মাহমুদ, এনপিপি: টাঙ্গাইল-৬ মামুনুর রহমান, টাঙ্গাইল-৩ এসএম চান মিয়া, সুনামগঞ্জ-৪ মোহাম্মদ দিলওয়ার, সিপিবি: শরীয়তপুর-৩ সুশান্ত ভাওয়াল, কিশোরগঞ্জ-২ নুরুল ইসলাম, কিশোরগঞ্জ-৩ ডা. এনামুল হক ইদ্রিস, ঢাকা-২ সুকান্ত শফি চৌধুরী, ফরিদপুর-৪ আতাউর রহমান, বাসদ: গাজীপুর-৩ জহিরুল হক মণ্ডল বাচ্চু, বিএনএফ: টাঙ্গাইল-৬ সুলতান মাহমুদ, টাঙ্গাইল-৩ মো. আতাউর রহমান খান, খেলাফত মজলিস: ঢাকা-১৮ সাইফুদ্দীন আহমেদ খান, এলডিপি: নেত্রকোনা-১ এসএম করিম আব্বাসী, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট: ঢাকা-৮ এসএম সরওয়ার, সিলেট-৫ এমএ মতিন চৌধুরী, ইসলামী ঐক্যজোট: কুমিল্লা-১ আলতাফ হোসাইন, খেলাফত মজলিস: সুনামগঞ্জ-৪ মোহাম্মদ আজিজুল হক, জাকের পার্টি: পটুয়াখালী-১ আবদুর রশীদ, বরিশাল-১ বাদশা মিয়া, শরীয়তপুর-২ বাদল কাজী, শরীয়তপুর-১ মো. শাহনেওয়াজ, ঢাকা-১ শামসুদ্দীন আহমেদ, ময়মনসিংহ-৫ জহিরুল ইসলাম।

ঝালকাঠি-১ শাহজাহান ওমরের মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে বজলুল হক হারুনের আপিল বাতিল হয়েছে। বরিশাল-৬ নাসরিন জাহান রতনার মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে আপিল বাতিল করেছে কমিশন। বরিশাল-৪ পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে বিএনপির মেজবা উদ্দীন ফরহাদের আপিল গ্রহণ হয়নি। পিরোজপুর-৩ স্বতন্ত্র আশরাফুর রহমান বিরুদ্ধে জাপার রুস্তম আলী ফরাজী আপিল বাতিল হয়েছে। ভোলা-৪ আওয়ামী লীগের আবদুল্লাহ আল জ্যাকবের বিরুদ্ধে নাজিমুদ্দীন আলমের আপিল বাতিল করেছে কমিশন। বরিশাল-৪ পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে খেলাফত আন্দোলনের মাহাবুবুল আলম-এর আপিল বাতিল করে দেয় কমিশন।

যাদের আপিল বাতিল হয়েছে:
বিএনপি: কুমিল্লা-১০ আবদুল গফুর ভূঁইয়া, চট্টগ্রাম-৬ সামির কাদের চৌধুরী, ফেনী-৩ আবদুল লতিফ জনি, কিশোরগঞ্জ-৪ সুরঞ্জন ঘোষ, সুনামগঞ্জ-১ কামরুজ্জামান কামরুল, ময়মনসিংহ-৪ আবু জাফর জাহিদ হোসেন।
স্বতন্ত্র: ব্রাহ্মণবাড়িয়া-২ মো. সাজাহান, কুমিল্লা-২ আবদুল মজিদ, বরিশাল-৬ ওসমান হোসেন, পিরোজপুর-৩ ডা. সুধীর রঞ্জন বিশ্বাস, ঝালকাঠি-১ মুনিরুজ্জামান, পটুয়াখালী-২ মোহাম্মদ মিজানুর রহমান খান, ঝালকাঠি-১ মো. শাহজালাল শামীম, ঝালকাঠি-১ ইয়াসমিন আক্তার পপি, ভোলা-২ হুমায়ুন কবীর, নরসিংদী-২ আলতামাশ কবীর, কিশোরগঞ্জ-৩ আম্মান খান, কিশোরগঞ্জ-২ মো. আনিসুজ্জামান খোকন, ঢাকা-১৭ মো. আনিসুজ্জামান খোকন, ঢাকা-১৭ মেজর (অব.) মামুনুর রশীদ, গোপালগঞ্জ-১ শামসুল আলম খান চৌধুরী, কিশোরগঞ্জ-৩ মনিরুজ্জামান নয়ন, নারায়ণগঞ্জ-১ রেহান আফজাল, নারায়ণগঞ্জ-৩ অনন্যা হোসাইন মৌসুমী, মৌলভীবাজার-৩ আবদুল মোসাব্বির, সিলেট-২ অধ্যক্ষ এনামুল হক সরদার, সিলেট-৬ মো. জাহাঙ্গীর হোসেন মিয়া, সিলেট-২ মহিবুর রহমান, সুনামগগঞ্জ-৫, রঞ্জিত কুমার দে, সিলেট-৩ মো. আব্দুল ওদুদ, নরসিংদী-২ আলহাজ ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ, নারায়ণগঞ্জ-৩ মো. মোশারফ হোসেন, ঢাকা-১৫ মো. ছলীম উদ্দীন, রংপুর-৩ হাবিবুল হক সরকার, ঠাকুরগাঁও-৩ গোপাল চন্দ্র রায়, গাইবান্ধা-৩ তৌফিকুল আমিন মণ্ডল, কুড়িগ্রাম-৪ ইমরান এইচ সরকার, নীলফামারী-৩ আনসার আলী।

অন্যান্য:
জেএসডি: কিশোরগঞ্জ-২ লুৎফর রহমান, জাপা: পটুয়াখালী-১ এবিএম রুহুল আমিন হাওলাদার, ভোলা-৪ এম এ মান্নান হাওলাদার, ঢাকা-৮ আরিফুর রহমান, মুন্সীগঞ্জ-২ নোমান মিয়া, টাঙ্গাইল-৮ কাজী আশরাফ সিদ্দিকী, গাজীপুর-৪ মোশারফ হোসেন, জেপি: গোপালগঞ্জ-৩ এ জেড অপু শেখ, বিএনএফ: পিরোজপুর-১ মনিমোহন বিশ্বাস, এনপিপি: হবিগঞ্জ-৩ মো. আবদুল কাদির, জাকের পার্টি: শরীয়তপুর-১ আলমগীর হোসেন, মানিকগঞ্জ-১ আতোয়ার হোসেন, গণফোরাম: ঢাকা-২০ জামাল উদ্দিন আহমদ, বিএনএফ: নারায়ণগঞ্জ-৩ সাহাব উদ্দিন, ইসলামী ঐক্যজোট: হবিগঞ্জ-৩ মাওলানা আতাউর রহমান, মুসলীম লীগ: গাজীপুর-১ হুমায়ুন কবীর, কৃষক শ্রমিক জনতা লীগ: ময়মনসিংহ-৫ সোহেল মিয়া, ইসলামিক ফ্রন্ট: হবিগঞ্জ-১ মো. বদরুর রেজা, হবিগঞ্জ-৪ মো. আবদুল মামুন, পিডিপি: শেরপুর-৩ আবু বকর সিদ্দিক।

স্থগিত: ব্রাহ্মণবাড়িয়া-৫ মেহেদী হাসান (ইসলামী ঐক্যজোট), সুনামগঞ্জ-৩ সৈয়দ শাহ মুবাশ্বির আলী (স্বতন্ত্র), ঢাকা-২ আমান উল্লাহ আমান (বিএনপি), ঢাকা-৯ আফরোজা আব্বাস (বিএনপি), ঢাকা-২০ সুলতানা আহমেদ (বিএনপি), রংপুর-১ আলহাজ সিএম সাদিক (স্বতন্ত্র), গাইবান্ধা-১ আফরুজা বারী সাহাবাজ, কুড়িগ্রাম-৪ এস এম জাহাঙ্গীর (স্বতন্ত্র)।

Share.

Comments are closed.

Exit mobile version