এশিয়ান বাংলা, ঢাকা : সারা দেশে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পুলিশের প্রতি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও ঢাকা মেট্রোপলিটন কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন। বিকাল ৫টায় নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইসি সচিবালয়ের একজন কর্মকর্তা বলেন, পুলিশের দুই শীর্ষ কর্মকর্তাকে নির্বাচন কমিশনে ডেকে এনে সারা দেশের নির্বাচনী পরিবেশ সুষ্ঠু, স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার জন্য নির্দেশনা দিয়েছেন সিইসি। প্রতিনিয়ত নির্বাচনী পরিবেশ নিয়ে বিভিন্ন অভিযোগ আসছে। গণমাধ্যমেও প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বাধার বিষয়টি প্রকাশিত হচ্ছে। এসব বিষয়ে দুই পুলিশ কর্মকর্তাকে অবগত করে আগামীতে যাতে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে তার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।
এদিকে, জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের নিরাপত্তা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছে ইসি। সোমবার এ সংক্রান্ত একটি চিঠি আইজিপি বরাবরে পাঠানো হয়েছে।
ইসির উপসচিব আব্দুল হালিম খান স্বাক্ষরিত এই চিঠিতে ব্যবস্থা নেয়ার পর বিষয়টি নির্বাচন কমিশনকে জানাতে বলা হয়েছে। এছাড়া, ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের পাঠানো আরও কয়েকটি চিঠির বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশকে চিঠি দিয়েছে ইসি। এতে ওই চিঠিগুলো সংযুক্ত করে দেয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, আইজিপিকে একটি চিঠিতে প্রতীক বরাদ্দের পর বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও সন্ত্রাসী কর্তৃক আক্রমন বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামালের ওপর হামলার ঘটনায় প্রতিবেদন জমা দিতে আইজিপিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে তিন দিনের মধ্যে ঘটনার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। গতকাল এ সংক্রান্ত একটি চিঠি ইসি সচিবালয় থেকে আইজিপি বরাবর পাঠানো হয়েছে। ইসি সচিবালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও তার গাড়িতে হামলার ঘটনা তদন্ত করে আগামী তিন দিনের মধ্যে ইসি সচিবালয়ে প্রতিবেদন জমা দিতে হবে।