এশিয়ান বাংলা, ঢাকা : কুমিল্লার নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন ৪ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
জামিন চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের শুনানি শেষে আজ বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।
খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান এ তথ্য জানিয়েছেন গণমাধ্যমকে।
গত ১৬ জানুয়ারি কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আকবর আলী এ মামলার অভিযোগ গঠনের শুনানি ৪ ফেব্রুয়ারি ধার্য করেছিলেন। ওই দিন রাষ্ট্র পক্ষে সময় চাইলে আদালত এ আদেশ দেন।
খালেদা জিয়ার আইনজীবীদের অভিযোগ জামিন আবেদন নিষ্পত্তি না করে দীর্ঘ সময় পর পর শুনানির দিন ধার্য করা হচ্ছে। এর প্রেক্ষিতে তারা হাইকোর্টে জামিন আবেদন করেন।
২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় গাড়ি পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলাটি দায়ের করা হয়েছিল।।
Trending
- রফিকুল টাওয়ার হ্যামলেটসের পাবলিক গভর্নর হিসেবে পুনঃনির্বাচিত
- দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লন্ডনে ইআরআইয়ের মানববন্ধন
- আইসিটি মন্ত্রণালয়ের বিসিসি এবং এটুআইসহ দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে পদত্যাগের আল্টিমেটাম দিল শিক্ষার্থীরা
- করিডোর চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ দূতাবাসের সামনে ইআরআইয়ের বিক্ষোভ সমাবেশ
- ফ্যাসিবাদকে পরাজিত করতে প্রয়োজন দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ লড়াই : ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল
- লন্ডনে রাইটস অফ দ্যা পিপলস এর ভারতীয় হাইকিমশন ঘেরাও কর্মসূচি
- লণ্ডনে জিবিএএইচআর এর ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ
- বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গণমানুষকে সোচ্চার হতে হবে