এশিয়ান বাংলা, যশোর : রহস্যজনক সিরিজ বোমা হামলায় কেঁপে উঠলো যশোর। রাতের নীরবতা ভেঙে ছড়িয়ে দেয় আতঙ্ক। দেখা দেয় নানা রহস্য। শনিবার গভীর রাতে বোমার বিস্ফোরণ ঘটে যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদের বাসভবনের সামনে। একই সময়ে শহরের আওয়ামী লীগ, যুবলীগ নেতা-কর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বোমা বিস্ফোরণ ঘটে। বাদ যায়নি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবিল ইন্টারন্যাশনাল।

বোমা বিস্ফোরণের সময় এ হোটেলে অবস্থান করছিলেন চীন ও জাপানের ১৭ নাগরিক। সিরিজ এ বোমা হামলায় বিব্রত পুলিশ প্রশাসন।

যশোরে এ বোমা হামলার ঘটনাকে রহস্যজনক হিসাবে আখ্যায়িত করেছেন সবাই। তবে গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত সিরিজ বোমা হামলার বিষয়ে থানায় কোন মামলা হয়নি। কোতোয়ালি থানা পুলিশ রহস্য উদঘাটনে অবশ্য মাঠে নেমেছে। অন্যদিকে এ হামলার সঙ্গে জড়িতদের আটক ও শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে যশোর শহরের কাজীপাড়া এলাকায় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাসভবন লক্ষ্য করে দুর্বৃত্তরা তিনটি ককটেল ছুড়ে মারে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়; একটি অবিস্ফোরিত থেকে যায়।

জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু ঘটনা নিশ্চিত করে বলেন, মধ্যরাতে কে বা কারা ককটেলগুলোর বিস্ফোরণ ঘটায়। রাতে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ যশোরের বাসায়ই ছিলেন। তবে, বিস্ফোরণে কারো কোনো ক্ষতি হয়নি।

এদিকে, ওইরাতেই যশোর শহর আওয়ামী লীগের সেক্রেটারি হাসান লালের ষষ্ঠিতলার বাসভবন, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল খানের ঘোপ সেন্ট্রাল রোডের বাসভবনের ছাদে, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন চাকলাদারের চাচাতোভাই তৌহিদ চাকলাদার ফন্টুর কাজীপাড়া কাঁঠালতলা এলাকার বাসভবন এবং শাহীন চাকলাদারের মালিকানাধীন শহরের গাড়িখানা রোডের পাঁচ তারকাবিশিষ্ট হোটেল জাবির ইন্টারন্যাশনাল, চাকলাদার ফিলিং স্টেশনসহ বেশ কিছু স্থানে সিরিজ বিস্ফোরণ ঘটে।

জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু বলেন, এর আগে ২৫ জানুয়ারি রাতে জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মুনির হোসেন টগরের বারান্দীপাড়া কদমতলা এলাকার বাসভবন এবং যুবলীগনেতা রাজিবুল আলমের বাড়িতে সন্ত্রাসীরা একই কায়দায় কয়েকটি বোমা ছুড়ে মারে। সন্ত্রাসীরা রাজিবুলের বাড়িতে গুলিও করে।
এসব বিষয়ে যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিতকুমার নাথ বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না।’

ছাত্রলীগ যশোর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল বলেন, অতিউৎসাহী সন্ত্রাসীরা নিজেদের অবস্থান জানান দিতে এ ঘটনা ঘটিয়েছে।
তিনি বলেন, ‘তৌহিদ চাকলাদার ফন্টুর বাসায় বোমা হামলার ভিডিও ফুটেজ আমি দেখেছি। ফুটেজ দেখলে বোঝা যাবে কারা এই ঘটনায় যুক্ত।’

একটি পক্ষের সন্ত্রাসীরা ভাগবাটোয়ারায় এগিয়ে থাকার লক্ষ্য নিয়ে এসব ঘটনা ঘটাচ্ছে বলে মন্তব্য করেন শাহীন চাকলাদার অনুসারী নেতা হিসেবে পরিচিত জুয়েল।

এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবিল ইন্টারন্যাশনালের প্রবেশ মুখে রাত ৪টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা পর পর ২টি শক্তিশালী হাত বোমা নিক্ষেপ করে। এতে হোটেলের প্রবেশ মুখের একটি গ্লাস চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। অপর বোমার আঘাতে হোটেলের সামনের অংশের উপরের দিকে সামান্য ক্ষতি হয়েছে বলে জানান হোটেলের ইনচার্জ।

ওই ইনচার্জ বলেন, ঘটনাটি গভীর রাতে হওয়ায় বোর্ডাররা কিছু বুঝে উঠতে পারেননি। দুর্বৃত্তরা যে টার্গেট করে এই বোমা হামলা চালিয়েছে তা সিসিটিভির ফুটেজ দেখলেই বোঝা যাচ্ছে। অপর এক কর্মকর্তা বলেন, ঘটনার রাতে হোটেলটিতে ১৭ জন বিদেশি মেহমান ছিলেন। যাদের ৮ জন জাপানি ও ৯ জন চীনা নাগরিক। এই বোমা হামলার ঘটনা তারা টের পেলে কেলেঙ্কারি হয়ে যেত। হয়তো এই ইন্টারন্যাশনাল মানের হোটেলটিই ওই দুই দেশের দূতাবাস কর্তৃপক্ষ ব্লাক লিস্ট করতে পারতেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, ‘এটি আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের বিষয়। ব্যক্তিগত শক্তি প্রদর্শনের জন্যে নিজেদের স্থাপনার উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা জনগণ ও প্রশাসনকে অস্তিত্বের জানান দিচ্ছে।’ শহরের ছয়টি স্থানে ১২টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানান ওসি।

Share.

Comments are closed.

Exit mobile version