এশিয়ান বাংলা ডেস্ক : বুড়ো বলে তাকে যারা বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন, তাদের বুড়ো আঙুল দেখিয়েই যাচ্ছেন ক্রিস গেইল। এবারের আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের প্রথম দু’ম্যাচে একাদশে জায়গা হয়নি ক্যারিবীয় ব্যাটিং দানবের। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েই করেন ৬৩ রান। পরের ম্যাচে সেটাকেও তুচ্ছ বানিয়ে হাঁকান বিধ্বংসী সেঞ্চুরি। শনিবার ইডেন গার্ডেনে কলকাতা নাইটরাইডার্সের বিপক্ষেও ঝড় তুললেন গেইল। পাঁচ চার ও ছয় ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৬২ রানের দুরন্ত ইনিংসে পাঞ্জাবকে এনে দিলেন আরেকটি জয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে কলকাতাকে নয় উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে পাঞ্জাব। কলকাতার ১৯১ রানের জবাবে ৮.২ ওভারে পাঞ্জাবের সংগ্রহ যখন বিনা উইকেটে ৯৬, তখনই বৃষ্টির বাগড়া। পরে বৃষ্টি থামলে ১৩ ওবারে ১২৫ রানের নতুন লক্ষ্য পায় পাঞ্জাব। দুই ওপেনারের তাণ্ডবে ১১ বল বাকি থাকতেই সেটা ছুঁয়ে ফেলে পাঞ্জাব। গেইলের পাশাপাশি ২৭ বলে ৬০ রানের টর্নেডো ইনিংস খেলেন লোকেশ রাহুল। পাঁচ ম্যাচে এটি পাঞ্জাবের চতুর্থ জয়। এর আগে এবারের আইপিএলে তৃতীয়বার ২০০ রান করতে ব্যর্থ হয় কলকাতা। ঘরের মাঠে কলকাতা আরেকটি ২০০ রানের ইনিংস দাঁড় করাতে পারত। যদি শেষ পাঁচ ওভারে ৪৫ রানে তারা চার উইকেট না হারাত। একটিমাত্র ফিফটির বদৌলতে পুরো ২০ ওভারে তাদের রান ১৯১। ক্রিকইনফো।

Share.

Comments are closed.

Exit mobile version